থানচিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
May 23, 2025 - 20:18
 0  7
থানচিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের হিন্দুপাড়া এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় তারা অভিযুক্ত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—বলিপাড়া ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা শোভন কান্তি পালিতের পুত্র বাসু কান্তি পালিত (৪৫) এবং প্রভাত কান্তি কর্মকারের পুত্র মৃদুল কান্তি কর্মকার (৩০)। ২০২৩ সালে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানচি থানার পুলিশ বাদী হয়ে একটি জিআর মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং স্থানীয়দের ভাষ্যমতে তারা দুর্ধর্ষ অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে গত ১ মে শিশু ও নারী নির্যাতন মামলায় ৪ বছর পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি আবুল হোসেনকেও গ্রেপ্তার করেছিল থানচি থানা পুলিশ। ধারাবাহিক এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow