নাজিরপুরে ৩৫টি মাদ্রাসায় বিনামূল্যে ৫ শতাধিক কুরআন শরীফ বিতরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলার ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল ৯টায় উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মজিবুর রহমান, কর্মপরিষদ সদস্য হাফেজ হাবিবুল্লাহ বেলালী, মাস্টার আকরাম হোসেন খান, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আল-আমিন খান, নাজিরপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল হালিম, উপজেলা শ্রমিক নেতা মো. মনিরুজ্জামান সরদার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা জানান, ইসলামি শিক্ষার প্রসার এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে সহায়তার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
What's Your Reaction?






