পিরোজপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 27, 2025 - 17:52
 0  2
পিরোজপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অপহরণের পর কিশোরী ধর্ষণের মামলায় রুবেল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোরে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে র‌্যাব-১১ এর সহযোগিতায় আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন।

গ্রেফতার হওয়া রুবেল শেখ নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া এলাকার সালাম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রুবেল শেখ সহযোগীদের নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে র‌্যাবের সহযোগিতায় রুবেলকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়।

তদন্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণ এবং অন্তঃসত্ত্বা কিনা তা নিশ্চিত করার জন্য আদালতের মাধ্যমে সিভিল সার্জনের নিকট আবেদন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, “আসামিকে ভোররাতে গ্রেফতার করে থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow