পিরোজপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 23, 2025 - 15:04
 0  5
পিরোজপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এদের মধ্যে জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, আয়রন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নান্না মিয়া, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা এবং কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান উল্লেখযোগ্য।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে উপজেলার মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্যে মুখরিত হয়ে উঠেছে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow