বাইশরশি শিব সুন্দরী একাডেমীতে দুর্ধর্ষ চুরি

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি শিব সুন্দরী একাডেমী বিদ্যালয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরি। ৪টি কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা, যা স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বারেক মিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে চোরেরা বিদ্যালয়ের চারটি কক্ষের সাতটি তালা ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। যে কক্ষগুলোতে চুরি হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সততা স্টোর, প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন কক্ষ এবং সততা স্টোরের পাশের কক্ষ।
স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির ঘটনা। এতে দেখা যায়, রাত ১টার দিকে মুখে মাস্ক পরা ও লাল গেঞ্জি পরিহিত একজন চোর স্কুলের গেট টপকে ভেতরে প্রবেশ করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সে বিভিন্ন কক্ষের তালা ভাঙার কাজ করে।
বিদ্যালয়ের দুই নাইটগার্ড জাফর মোল্যা ও শফিউদ্দীন মোল্যা জানান, রাতে তারা পাহারায় থাকলেও চোর কখন প্রবেশ করেছে, তা তারা বলতে পারেননি।
এত বড় দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী বলেন, "বিদ্যালয়ে এত বড় দুঃসাহসিক চুরি কল্পনাও করতে পারি না।" তিনি চোর সনাক্তকরণে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন। এই ঘটনা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।
What's Your Reaction?






