গাজীপুরে সাংবাদিক হত্যা: ফরিদপুরে প্রেস ক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন-হামলার বিরুদ্ধে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ প্রমুখ। কর্মসূচিতে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে হত্যাকারী ও নেপথ্যের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। অতীতের স্বৈরশাসনের সময় যেমন সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, আজও দেশের বিভিন্ন স্থানে একইভাবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের কণ্ঠ রোধে নানা ধরনের অপচেষ্টা বন্ধ করে সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
What's Your Reaction?






