রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজে মুখোশধারীদের ডাকাতি, ক্ষতি ৬৩ লাখ টাকা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Aug 9, 2025 - 13:24
 0  1
রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজে মুখোশধারীদের ডাকাতি, ক্ষতি ৬৩ লাখ টাকা

রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থানায় মামলা করেছেন হিমাগারের ব্যবস্থাপক আকবর আলী।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ডাকাতদল নগদ টাকা ও যন্ত্রপাতি লুট করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ের একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষী, পরে ভেতরে থাকা শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে তারা। প্রায় আড়াই ঘণ্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন স্থানে রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে। অফিসকক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করা হয়।

ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দেশ কোল্ড স্টোরেজে বর্তমানে ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে।

ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত চালুর জন্য মেরামতের কাজ চলছে। অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow