রাজশাহীতে সুপেয় পানির জন্য ওয়াসার মেগা প্রকল্প

রাজশাহীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে পদ্মার পানি পরিশোধন করে সরবরাহের বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী ওয়াসা। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রকল্প রাজশাহীর পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র মতে, রাজশাহী শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোদাগাড়ীর সারাংপুর এলাকায় নির্মিত হচ্ছে আধুনিক পানি পরিশোধনাগার। ইতোমধ্যে কাজের প্রায় ২০ শতাংশ অগ্রগতি হয়েছে। ‘রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক পারভেজ মামুদ জানান, পরিশোধিত পানি ২৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে শহরে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এ লক্ষ্যে ওয়াসা ও সড়ক বিভাগ চুক্তিও করেছে।
২০২৭ সালের মধ্যে রাজশাহী শহরসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহই প্রকল্পের প্রধান লক্ষ্য। পদ্মার পানি পরিশোধনের মাধ্যমে গৃহস্থালি ব্যবহারের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে নেয়া হয়েছে ৪ হাজার ৬২ কোটি টাকার এই প্রকল্প, যার মেয়াদ ধরা হয়েছে ৪০ বছর।
প্রকৌশলী মামুদ বলেন, “বর্তমানে রাজশাহীতে দিনে ১৩ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৯৮ কোটি লিটার মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, যা ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়াচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে এই চাপ কমবে।”
এখন রাজশাহী ওয়াসা ১১০টি পাম্প ও ৮৫৯ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ১০ কোটি ৭০ লাখ লিটার পানি ৬ লাখ ৪৪ হাজার গ্রাহকের কাছে সরবরাহ করছে। ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম সরকার বলেন, “প্রকল্প সফল হলে রাজশাহী শহরের পাশাপাশি কাটাখালী ও নওহাটা পৌরসভায়ও সুপেয় পানি সরবরাহ করা যাবে। ওয়াসা সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে গ্রাহকসেবা নিশ্চিত করতে চায়।”
তিনি আরও জানান, পুরোনো পাইপলাইন ও হাইড্র্যান্ট আধুনিকায়নসহ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা গড়ে তোলাই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
সব মিলিয়ে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে রাজশাহীতে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে টেকসই সমাধান নিশ্চিত হবে।
What's Your Reaction?






