পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় ‘বাবু’ গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 8, 2025 - 21:10
 0  2
পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় ‘বাবু’ গ্রেফতার

রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে এক চাঞ্চল্যকর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পুলিশের পোশাক পরিহিত কুখ্যাত চাঁদাবাজ ‘বাবু’কে।

গ্রেফতারের সময় চাঁদাবাজ বাবু নিজ বাড়িতে পুলিশের পোশাক পরে চাঁদাবাজির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। পরে অভিযানে তার সহযোগী চাঁদাবাজ শাহীন—যিনি কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানের জামাতা বলেও জানা গেছে—তার বাসায় অভিযান চালিয়ে সাত জোড়া পুলিশের ইউনিফর্ম ও একটি নকল রিভলবার উদ্ধার করে যৌথ বাহিনী।

গোয়েন্দা সূত্র জানায়, বাবু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শকের ছদ্মবেশে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। একইসঙ্গে এ চক্রের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার প্রমাণও মিলেছে।

গ্রেফতার হওয়া বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় সাতটি মামলা এবং একটি সাধারণ ডায়েরি রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় সচেষ্ট। এ ধরনের অপরাধের তথ্য জানতে পারলে সঙ্গে সঙ্গে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow