শিক্ষকের আড়ালে ডাকাতির নেতৃত্ব, ভাঙ্গায় চার ডাকাত গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন পেশায় স্কুলশিক্ষক, অপরজন একজন ইলেকট্রিক মিস্ত্রি। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), একই উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের শহিদুল (৪৫) এবং বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পার্থ রায় (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বসদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় গৃহকর্তাসহ পাঁচজন আহত হন। অভিযোগ পাওয়ার পরই পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী মোক্তার হুসাইন ও সহযোগী কিবরিয়া শেখকে। তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও ইলেকট্রিক মিস্ত্রির পরিচয়ের আড়ালে ডাকাতি করে আসছিলেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মোক্তার ও কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে অপরাধীদের জড়ো করে সংঘবদ্ধ ডাকাতদল গঠন করতেন এবং বিভিন্ন স্থানে অভিযান চালাতেন।
এদিকে, ৩০ মে আলগী ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে দুই বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় আটক করা হয় শহিদুল ও পার্থ রায়কে। তাদের দেওয়া তথ্যে ৫ ভরি স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই সতর্ক ছিল। তবে ডাকাতদল পাটক্ষেতে লুকিয়ে থাকায় প্রাথমিকভাবে তাদের ধরা যায়নি। পরবর্তীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
What's Your Reaction?






