শ্রীপুরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 8, 2025 - 21:01
 0  3
শ্রীপুরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে মাগুরার শ্রীপুরে অনুষ্ঠিত হলো উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি রাখী ব্যানার্জী। ইউনিসেফ-এর সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এই সভায় শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মেহতাজ আরা, কমিটির সদস্য অধ্যাপক (অব.) গোলাম সরোয়ার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, কমিটির সদস্য সুমন মজুমদার, শিশু সুরক্ষা সমাজকর্মী অভিজিৎ সরকারসহ আরও অনেকে।

সভায় শিশু সুরক্ষা নিশ্চিত করতে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। শিশু অধিকার সংরক্ষণ ও ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্তকরণে সমন্বিত পদক্ষেপের সুপারিশ গৃহীত হয়।

সভার মাধ্যমে উপস্থিত সবাই শিশুদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow