প্রবীণ সাংবাদিক এবিএম মুসার দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল

আশিক, স্টাফ রিপোর্টার, ঢাকা
Apr 8, 2024 - 18:22
 0  5
প্রবীণ সাংবাদিক এবিএম মুসার দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রবীণ সাংবাদিক এবিএম মুসার দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। প্রখ্যাত সাংবাদিক ২০১৪ সালের ৯ এপ্রিল বার্ধক্যজনিত জটিলতায় মারা যান। এ উপলক্ষে ঢাকার ইকবাল রোডে অবস্থিত বায়তুস সালাম মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হবে এবং ফেনী জেলার ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামে আরেকটি দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এবিএম মুসার পরিবারের সদস্যরা নিহতদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। ১৯৩১ সালে ফণীর ধর্মপুর গ্রামে জন্মগ্রহণকারী এবিএম মুসার দীর্ঘ ৬৪ বছরের সাংবাদিকতা পেশা ছিল এবং তিনি দৈনিক ইনসাফ, দ্য পাকিস্তান অবজারভার এবং দৈনিক সংবাদ সহ অনেক মিডিয়া হাউসে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মুসা ২০০৪ সালে দৈনিক যুগান্তরের সম্পাদকও ছিলেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকও ছিলেন। তার মিডিয়া কর্মজীবনের পাশাপাশি, তিনি UNESCAP পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং দেশের প্রথম সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মুসা প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং আজীবন সদস্য ছিলেন জাতীয় প্রেসক্লাব। তিনি চারবার ক্লাবের সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow