ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
Oct 26, 2025 - 14:26
 0  2
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই যাত্রী নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় আকস্মিকভাবে ওপর থেকে ভারী বস্তুটি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম এবং তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়াতে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আকস্মিকভাবে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা, বিশেষ করে অফিসগামী ও ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কখন পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সুস্পষ্ট তথ্য জানাতে পারেনি।

উল্লেখ্য, এর আগেও ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ার ঘটনা ঘটেছিল, যা গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছিল। প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি ওজনের এই বিয়ারিং প্যাডগুলো মেট্রোরেলের উড়ালপথের কম্পন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি ছাড়া ট্রেন চলাচল করলে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। ধারাবাহিক এই ধরণের ঘটনা মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে প্রশ্ন তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow