আক্কেলপুর রেলস্টেশন মাষ্টারের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজী,স্বেচ্ছাচারিতা, যাত্রীদের সাথে দূরব্যবহারসহ নানা অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার সময় আক্কেলপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর আক্কেলপুরবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আক্কেলপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, পৌরসভার, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিন,পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান, তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশীদ পিন্টু,বিএনপি নেতা কামরুজ্জামান মিলন,প্রভাষক খায়রুল ইসলাম চৌধুরী রুবেল,মাসুদুর রহমান চৌধুরী, ছাত্র নেতা আরমান হোসেন কানন,মানিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম দুর্নীতি চরম পর্যায়ে পৌছে গেছে। তিনি ষ্টেশনের বিভিন্ন দোকান থেকে মাসিক চাঁদা নেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার ট্রেনের টিকেট কালো বাজারীদের কে সহযোগিতা করে থাকেন। সময়মত টিকেট না দিয়ে তিনও নিদিষ্ট দোকানে যেতে বলেন। যাত্রীদের সাথে দুরব্যবহার করেন।
What's Your Reaction?
আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ