ফরিদপুরে স্ত্রী হত্যার আসামি সৌরভ গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে স্ত্রী ঝর্ণা ওরফে বন্যাকে (২১) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি স্বামী সৌরভ কুমার দাসকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ উপলক্ষে রোববার ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত র্যাব-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিস্তারিত তথ্য তুলে ধরেন র্যাব-১০ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ অক্টোবর ভোরে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় ভাড়া বাসায় ঝর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই সৌরভ পলাতক ছিলেন।
নিহত ঝর্ণার মা শেফালী রানীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর একটি দল গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ও র্যাব-৬ এর সহযোগিতায় রোববার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়।
প্রায় চার বছর আগে ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী এলাকার সৌরভের সঙ্গে মধুখালীর বাবলু কুমার ঋষির মেয়ে ঝর্ণার বিয়ে হয়। তাদের সিদ্ধার্থ নামে প্রায় তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। দাম্পত্য কলহের কারণে ঝর্ণা বেশ কিছুদিন ধরে তার মায়ের সাথে থাকছিলেন।
ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে গেলে সৌরভ বাসায় এসে ঝর্ণাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরে তার মা বাসায় ফিরে মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত সৌরভকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে র্যাব জানায়।
এ সময় র্যাবের অন্যান্য কর্মকর্তা, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ