ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩, আহত ২

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 27, 2025 - 16:10
 0  2
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩, আহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি আক্তার (৩০) এবং মিজানুরের শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।

এ ঘটনায় আহতরা হলেন নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা এবং অ্যাম্বুলেন্সটির চালক বিষু। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ভয়াবহতায় ঘটনাস্থলেই এক নারীসহ তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow