ভাঙ্গায় বর্ণিল আয়োজনে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় রোববার সকালে বর্ণিল আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভাঙ্গা উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
উদ্বোধনের আগে শিক্ষার্থী, সাংবাদিক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এরপর মেলার মূলমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। এতে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার হাঁচেন উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ টুকু মোল্লা, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু ও মামুনুর রশীদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ২৭ মে পর্যন্ত এই ভূমি মেলায় সেবা গ্রহীতারা ভূমি বিষয়ক তথ্য ও সেবা পেতে পারবেন।
What's Your Reaction?






