ফুলবাড়ীয়ায় তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও ভূমি সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।
এ সময় সেবা গ্রহণকারীদের সুবিধার্থে ভূমি সেবাবিষয়ক চারটি স্টল উদ্বোধন করা হয়, যেখানে ভূমি সম্পর্কিত বিভিন্ন সেবা দেওয়া হবে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান সজিব।
মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত ডিজিটাল ও আধুনিক সেবা সম্পর্কে আরও সচেতন ও উৎসাহিত হবেন।
What's Your Reaction?






