নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ৬২টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশ ৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছে। রবিবার (২৫ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
পুলিশ সুপার জানান, হারানো মোবাইলগুলো যাচাই-বাছাই করে সঠিক মালিক শনাক্তের পরই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের সেবায় সর্বদা তৎপর রয়েছে।
অনুষ্ঠানে তিনি মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেন, “মোবাইল হারালে বা চুরি হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইল ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?






