রাণীনগরে রেলগেটের যানজট নিরসনে আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Nov 6, 2025 - 14:55
 0  5
রাণীনগরে রেলগেটের যানজট নিরসনে আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

নওগাঁর রাণীনগর উপজেলার দীর্ঘদিনের জনদুর্ভোগের প্রতীক হয়ে ওঠা রেলগেটের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার রেলগেট এলাকায় “উপজেলার সর্বস্তরের আমজনতা” ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমির ডা. আনজীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রাণীনগর রেলগেটটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান। রেললাইনের পাশ দিয়ে বয়ে গেছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক, যেখান দিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারী যানবাহন প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। অপরদিকে, নওগাঁ-রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের পথেও এই রেলগেট পার হতে হয়। ফলে দুটি আঞ্চলিক সড়কের মিলনস্থল এই রেলগেটটি দিন দিন ভয়াবহ যানজটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, ট্রেন চলাচলের সংখ্যা বৃদ্ধি পেলেও রেলগেটের উন্নয়ন হয়নি বহু বছর ধরে। ফলে ট্রেন আসার সময় গেট বন্ধ হলে দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এতে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বছরের পর বছর সংস্কারের অভাব ও বিকল্প সড়ক না থাকায় এই রেলগেট এখন অত্র অঞ্চলের লাখো মানুষের “গলার কাঁটা” হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সংবাদমাধ্যম বারবার সমস্যাটির বিষয়ে সংবাদ প্রকাশ করলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তারা বলেন, “যানজট নামের এই মরণফাঁদে পড়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।”

দ্রুত সমাধানের আশ্বাস না পেলে রাণীনগরবাসী ভবিষ্যতে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow