ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি
May 15, 2025 - 12:59
 0  2
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তীব্র তাপপ্রবাহে কষ্ট পাওয়া সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্পটে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এতে পাঁচ শতাধিক মানুষ উপকৃত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈকত হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, শিবলী সাদিক, মইমুল হাসান টিপু, জাহিদুল ইসলাম, নিজামুল মল্লিক, মোহাম্মদ রনি, মোহাম্মদ মুসা শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নেতারা জানান, এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow