খোকসা হাসপাতালে ওয়ার্ডবয় দিয়ে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম

পুলক সরকার, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
May 15, 2025 - 13:06
 0  4
খোকসা হাসপাতালে ওয়ার্ডবয় দিয়ে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম

চিকিৎসক ও নার্সসহ চরম জনবল সংকটে ভুগছে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাগজে-কলমে ৫০ শয্যার হলেও মাত্র ২ জন চিকিৎসকের ওপর ভরসা করেই চলছে পুরো হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। অব্যবস্থাপনার ফলে সাধারণ রোগীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখান থেকে পার্শ্ববর্তী পাংশা ও কুমারখালী থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসেন। শুরুতে ২০ শয্যার এই হাসপাতালকে উন্নীত করা হয় ৫০ শয্যায়। কিন্তু চিকিৎসকের ২২টি পদের মধ্যে ১৩টি পদ শূন্য। অবশিষ্ট চিকিৎসকদের অনেকে ডেপুটেশনে থাকায় বাস্তবে দায়িত্ব পালন করেন মাত্র দু’জন। পাশাপাশি নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর বেশিরভাগ পদও শূন্য।

জনবল সংকটের কারণে হাসপাতালের জরুরি চিকিৎসা কাজ, এমনকি ব্যান্ডেজ বা সেলাইয়ের মতো কাজও করছেন পিয়ন ও ওয়ার্ডবয়রা। এতে বাড়ছে মৃত্যুঝুঁকি। রোগীরা অভিযোগ করেন, নার্সদের ব্যবহার, খাবারের মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অসংখ্য অনিয়ম। এছাড়া দালালের দৌরাত্ম্য রোগীদের জন্য আরেক ভোগান্তির কারণ।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব কুমার সাহা বলেন, “এই স্বল্প জনবল দিয়ে আউটডোর, ইনডোর এবং ইমারজেন্সি চালাতে হিমশিম খেতে হচ্ছে।” তিনি হাসপাতালটি দালালমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন চিকিৎসক ও নার্স সংকটের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে জানানো হয়েছে। সংকট নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অবহিত করার কথাও জানান তিনি।

স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান চাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow