কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

কুবি প্রতিনিধি
May 15, 2025 - 15:42
 0  7
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে আগামী ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, মোহাম্মদ মশিউর রহমান, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান ও মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকরা অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনিল কুমার। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

ড. সোহরাব উদ্দিন বলেন, “এই সম্মেলন শুধু পারস্পরিক একাডেমিক আলোচনার সুযোগই নয়, বরং আন্তঃবিভাগীয় সংলাপ ও প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য মঞ্চ হয়ে উঠবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রত্নতত্ত্ব গবেষণার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow