ক্লাস শুরুর ১ মাস পেরোলেও আইডি কার্ড পাননি কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পাননি শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা, নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা গেছে,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হয় গত ১ জুলাই। কিন্তু অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার মাস পেরোলেও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড হাতে পাননি নবীন শিক্ষার্থীরা ৷ ফলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রশাসনিক কার্যক্রম, টিউশনসহ অন্যান্য কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় প্রমাণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নবীন শিক্ষার্থীদের।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নোহা চৌধুরী খুশী বলেন, 'গত এক মাস ধরে নিয়মিত ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছি। কিন্তু এখনো আমাদের আইডি কার্ড সরবরাহ করা হয়নি। এটি শুধু আমাদের পরিচয়ে সমস্যা তৈরি করছে না, বরং প্রতিদিন নানা অসুবিধার সৃষ্টি করছে। লাইব্রেরি থেকে বই নিতে গেলে বারবার পরিচয় প্রমাণের বাঁধায় পড়তে হচ্ছে, যা একজন শিক্ষার্থীর জন্য অপমানজনক। সম্প্রতি একটি টিউশনের সুযোগ পেয়েও শুধুমাত্র আইডি কার্ড না থাকার কারণে সুযোগ হাতছাড়া করেছি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ অতিদ্রুত আমাদের আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করবেন।'
আরেক নবীন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জারিন আফনান বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের নবীন হিসেবে আমি যথেষ্ট গর্বিত এবং আনন্দিত। নতুন পরিচয়ে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। তবে এই পরিচয়ের বাহক বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আমাদের কাছে নেই। আইডি কার্ড না থাকায় সব জায়গাতেই প্রশ্নবিদ্ধ ও কুণ্ঠিত অনুভব করছি আমরা। আইডি কার্ড আমাদের যেমন সম্মান দেয়, তেমন অনেক সুবিধাও দেয় যা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিনীত আবেদন, যা না হলেই নয়, আমাদের পরিচয়ের মূল বাহক বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড খুব দ্রুত যেন আমাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন। '
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'তাদের এখনও রেজিস্ট্রেশন কার্ড হয়নি, যার ফলে আইডি কার্ডও হয়নি। প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আমাদের। রেজিস্ট্রেশন কার্ডের পর আইডি কার্ড দেওয়া হবে।'
What's Your Reaction?






