২৮ বছর পর নগরকান্দা পুলিশের জালে উজ্জ্বল

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ
Aug 14, 2025 - 20:51
 0  7
২৮ বছর পর নগরকান্দা পুলিশের জালে উজ্জ্বল

দীর্ঘ প্রায় তিন দশক ধরে আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পরিচয় বদলে, ঠিকানা বদলে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেও শেষরক্ষা হলো না। অবশেষে ফরিদপুরের নগরকান্দার কুখ্যাত অস্ত্র মামলার আসামি মোঃ আবুল উজ্জ্বলকে (৫০) ঢাকার মতিঝিল থেকে আটক করেছে পুলিশ। তার এই গ্রেফতারের মাধ্যমে দীর্ঘ ২৮ বছরের পলাতক জীবনের নাটকীয় অবসান ঘটলো।

নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের কাজী আজিজের ছেলে আবুল উজ্জ্বল একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে বসবাস করছিলেন।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালায়। এই অভিযানে নেতৃত্ব দেন থানার চৌকস পুলিশ অফিসার এএসআই জাহাঙ্গীর ও তার সঙ্গীয় ফোর্স, যারা অত্যন্ত দক্ষতার সাথে উজ্জ্বলকে আটক করতে সক্ষম হন।

এই সফল অভিযান সম্পর্কে অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতার করা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমরা প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনতে পেরেছি।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow