টেকনাফে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

টেকনাফ উপজেলায় বন্যায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, টানা বর্ষণে টেকনাফ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। এতে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা দিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও ওব্ররাং এলাকায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও জানান, উপকূল ও নদী তীরবর্তী এলাকায় দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক দায়িত্ব পালনে কোস্ট গার্ড বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা কোস্ট গার্ডের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।
What's Your Reaction?






