আখাউড়ায় জুলাই শহীদ স্মরণে কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 12, 2025 - 23:06
 0  1
আখাউড়ায় জুলাই শহীদ স্মরণে কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে কৃষি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে ১০০টি বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি.এম. রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান, আখাউড়া শাখার ব্যবস্থাপক রেজাউল করিম খন্দকার এবং মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকেরা জানান, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও পরিবেশবান্ধব আখাউড়া গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow