শ্রীনগরে অগ্নিকান্ডে পুরোহিতের বসতঘর পুড়ে ছাই

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 9, 2025 - 16:21
 0  37
শ্রীনগরে অগ্নিকান্ডে পুরোহিতের বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পুরোহিতের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব-তিনগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরোহিত প্রদীপ চক্রবর্তীর তিনটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে প্রদীপ চক্রবর্তীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি ও পাতিলের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে, ক্ষতিগ্রস্ত বাড়ির সংযোগ সড়কের অবস্থা বেহাল হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি দূরে রেখে কর্মীদের কাজ করতে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার ফাইটারদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পুরোহিত প্রদীপ চক্রবর্তী প্রাথমিকভাবে ধারণা করছেন যে, ঘরের বৈদ্যুতিক ফ্যান থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করায় বাড়িটির মন্দিরসহ অন্যান্য স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আগুনের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow