বালিয়াকান্দি রাজধরপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে মোঃ রুহুল মোল্লা (৪৪) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ঘটনার দিন, শনিবার রাতে, তিনি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকায় দ্রুতই এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ে। রুহুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের মতে, রুহুলের মানসিক অসুস্থতা দীর্ঘদিনের হলেও তার এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। এই ঘটনায় পুরো গ্রামেই এক মর্মস্পর্শী পরিবেশ বিরাজ করছে।
What's Your Reaction?






