মাগুরায়-৬২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Sep 28, 2025 - 14:42
 0  6
মাগুরায়-৬২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে

শরতের শুভ্র আকাশে উৎসবের আমেজ ছড়িয়ে মাগুরা জেলায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জেলার প্রতিটি পূজামণ্ডপ। এ বছর মাগুরা শহর ও এর চারটি উপজেলা মিলিয়ে মোট ৬২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে শুধু মাগুরা শহরেই রয়েছে ২২টি মণ্ডপ।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহালয়ার দিন দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটলেও, ষষ্ঠী তিথিতে "বোধন," "আমন্ত্রণ," এবং "অধিবাস" এর মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা শুভ শক্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পৃথিবীতে আসেন এবং অসুর শক্তিকে দমন করে শান্তি প্রতিষ্ঠা করেন। "বোধন" অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে। এই বছর দেবী দুর্গা গজে (হাতির পিঠে) চড়ে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন।

পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ নতুন পোশাকে সজ্জিত হয়ে দেবী বন্দনায় অংশ নিচ্ছেন। পূজামণ্ডপগুলো এখন ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির তালে চলছে আনন্দ উদযাপন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা একযোগে দায়িত্ব পালন করছেন।

ষষ্ঠীর পর সপ্তমী, অষ্টমী ও নবমীর বিভিন্ন আচার-অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার, ২রা অক্টোবর, বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow