প্রযুক্তির ছোঁয়ায় পুলিশি সেবা: মাগুরায় চালু হলো অনলাইন জিডি অ্যাপ

ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেলো মাগুরা জেলা পুলিশ। এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আর থানায় দৌড়াতে হবে না, স্মার্টফোনের একটি অ্যাপই যথেষ্ট। নাগরিকদের হয়রানি কমাতে এবং পুলিশি সেবা হাতের মুঠোয় পৌঁছে দিতে ২০ জুলাই, শনিবার রাত থেকে মাগুরায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘অনলাইন জিডি’ কার্যক্রম।
বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই সেবা চালু করা হয়েছে। এর ফলে মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর এবং শালিখা থানার বাসিন্দারা এখন থেকে যেকোনো প্রয়োজনে অনলাইনে জিডি করতে পারবেন। কেবল হারানো বা প্রাপ্তির বিষয়ই নয়, হুমকি, প্রতারণা, পারিবারিক দ্বন্দ্ব এবং সন্দেহজনক কার্যকলাপের মতো गंभीर বিষয়েও এই অ্যাপের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করা যাবে।
ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মে তথ্য পূরণ করলেই জিডি প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন জমা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তার বিবরণ আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে চলে আসবে। পাশাপাশি, অ্যাপের মাধ্যমেই জিডির তদন্তের অগ্রগতি সম্পর্কে实时 তথ্য পাওয়া যাবে।
পুলিশের এই প্রযুক্তি-নির্ভর ও নাগরিক-বান্ধব পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ককে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?






