৮১ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
Jul 9, 2025 - 22:40
 0  3
৮১ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ৮১ হাজারের বেশি ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ জুলাই) গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, সম্প্রতি মিয়ানমার থেকে সাগরপথে আসা ইয়াবার একটি বড় চালান ওই এলাকায় এক ব্যক্তির বাড়িতে মজুদের তথ্য পায় বিজিবি। গোয়েন্দা তথ্য যাচাই শেষে মধ্যরাতে অভিযান চালানো হয়।

অভিযানকালে সোনা মিয়ার বসতঘর ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পাহাড়ি এলাকায় পালিয়ে যান। পরে তার ঘর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮১ হাজার ১৩৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় ঘরে অবস্থানরত সোনা মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩৯) কে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে পলাতক স্বামীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow