কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jul 19, 2025 - 00:05
 0  4
কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার আয়োজিত বিভিন্ন মানবিক কার্যক্রম। শুক্রবার (১৮ জুলাই) সকালে তিন পার্বত্য জেলার দায়ক-দায়ীকারা মঙ্গলাচরণ করে ব্যাঙছড়ি বিহারে এসে সংঘ দান, অষ্টপরিষ্কার দান, বর্ষাবাস (ওয়াছো) উপলক্ষে চীবর দান, শিক্ষা বৃত্তি, দুস্থ ও চিকিৎসা সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ ধর্মীয় ও মানবিক সহায়তা প্রদান করেন।

দিনব্যাপী আয়োজনে দায়ক-দায়ীকারা পূজার সামগ্রী, ভান্তের চীবর, পেদেসা (কাগজের তৈরি ফুলগাছ) ও নগদ অর্থসহ বিহারে আগমন করেন। পরে সমবেতভাবে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ শেষে বিহারাধ্যক্ষের নিকট চীবর দান করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার উদ্যোগে প্রায় ২০০ জন ভক্তদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

ডলুইছড়ি পাড়া বিহারাধ্যক্ষ তিষা মহাথেরো ধর্মদেশনা প্রদান করে দেশের শান্তি কামনা করেন।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ডচেংনু চৌধুরীর সঞ্চালনায় এবং বড়খোলা পাড়া বিহারাধ্যক্ষ সুমনা মহাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ডলুইছড়ি পাড়া বিহারাধ্যক্ষ তিষা মহাথেরো, ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারাধ্যক্ষ সনা মহাথের, বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বোগো জানি উপদেষ্টা ভদন্ত ওয়েংনাশ্রী, রাজগুরু মংশিনু বৈদ্য, পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার সিনিয়র উপদেষ্টা মো. আমজাদ, স্থায়ী প্রতিষ্ঠাতা পরিচালক মংপ্রু মারমা, বাংলাদেশ আই হসপিটালের ইনচার্জ ডা. মংহাই মারমা, সংস্থার অর্থ সম্পাদক মংমং মারমা, মংসুইছাইন মারমা, বিদর্শন বড়ুয়া ও সাংবাদিক রিপন মারমা।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলের সামাজিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow