কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 13, 2025 - 22:49
 0  1
কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুই অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতের বিভিন্ন সময়ে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম প্রথমে রাত ১০টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভ্যাঢ্যা এলাকা থেকে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী সুদেব মন্ডল (৫৮) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তিনি মৃত কার্তিক চন্দ্র মন্ডলের ছেলে এবং সুভ্যাঢ্যা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

এরপর রাত ১১টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার ছাটগাঁও এলাকায় দ্বিতীয় অভিযানে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ রনি মোল্লা (৩৫), পিতা–মোঃ সোহরাব, সাং–রাজাবাড়ী এবং মোঃ আসাদুল হক টিপু চৌধুরী (৩২), পিতা–মৃত কুতুব উদ্দিন চৌধুরী, সাং–উত্তর দাদপুর, থানা–মেহেন্দীগঞ্জ। তাদের কাছ থেকেও ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুদেব মন্ডলের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-২৫, তারিখ ১৩ জুলাই ২০২৫, রুজু করা হয়েছে। অন্যদিকে রনি মোল্লা ও আসাদুল হক টিপুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-২৩, একই তারিখে দায়ের করা হয়েছে। উভয় মামলাই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।

সিডিএমএস বিশ্লেষণে দেখা যায়, সুদেব মন্ডলের বিরুদ্ধে পূর্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া আসাদুল হক টিপুর বিরুদ্ধে বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় দুটি মামলা সহ মোট তিনটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow