যুক্তির লড়াইয়ে দুর্নীতিকে হারালো শিক্ষার্থীরা, জমজমাট বিতর্ক ফাইনাল দেখলো রুমা

তীব্র যুক্তিতর্ক, করতালি আর টানটান উত্তেজনায় মুখরিত ছিল রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। উপলক্ষ্য—দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার জমজমাট ফাইনাল। "যেকোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়"— এই গুরুগম্ভীর বিষয়কে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত লড়াইয়ে মঙ্গলবার এক ভিন্নধর্মী সকাল দেখলো রুমা উপজেলাবাসী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, উপজেলা সহকারী ভূমি কমিশনার মানস চন্দ্র দাস, তার বক্তব্য প্রদানের আগে সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
প্রতিযোগিতার পক্ষে ছিল রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়। তীব্র যুক্তিতর্কের পর চূড়ান্ত বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মোঃ মোক্তার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল আজিজ। বিচারক হিসেবে ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ইমন গুপ্ত দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া এবং বেথেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাললিয়ান ত্লোয়াং বম।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি এবং দলের নেতা ও শ্রেষ্ঠ বক্তাদের সনদপত্র বিতরণ করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মার্মা, রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুজাইফা মাহমুদ, রুমা উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভানরাম বম, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মাসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমা অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
What's Your Reaction?






