থানচিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবানের থানচি উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল-আল-ফয়সাল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন এবং এলজিইডি’র মাঠ কর্মকর্তা হাসান আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও উল্লেখ করেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-কষ্ট লাঘব করা সম্ভব।
এ সময় বক্তারা সমাজসেবামূলক কার্যক্রমে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ