মাটিরাঙ্গায় বাস—মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক নারীর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামে মোটরসাইকেল চালক।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের পরিচালনাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলের পেছনে থাকা দিবালা ত্রিপুরা ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক শ্যামল বিকাশ ত্রিপুরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দিবালাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মাটিরাঙ্গা সেনা জোন উভয় বাহন জব্দ করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে। তবে ঘটনার পরপরই শান্তি পরিবহনের বাসচালক পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, “বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
What's Your Reaction?






