বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজধানীর গুলিস্তানস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






