ফরিদপুরে জাসাসের মানববন্ধন ও পথসভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 21, 2025 - 18:57
 0  3
ফরিদপুরে জাসাসের মানববন্ধন ও পথসভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখা।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর শহরের প্রধান সড়কে জাসাসের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, তাঁতীদলের সদস্য সচিব সাহেদা বেগম এবং জাসাসের সদস্য সচিব আরিফ বকু।

বক্তারা বলেন, ‘একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিএনপি ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়েও অশালীন মন্তব্য করে পরিবেশ উত্তপ্ত করছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।’

বক্তারা আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন। তাঁরা আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন। অথচ তাদের বিরুদ্ধে আজ অপপ্রচার চালানো হচ্ছে।’

আলোচনায় বক্তারা নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন—তাদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow