আগৈলঝাড়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন দুর্ভোগের নাম

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ত্রিমুখী থেকে বেলুহার হয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও বর্তমানে সেটি জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন ও পাথর উঠে কাঁচা রাস্তায় পরিণত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রতিদিন ওই সড়ক দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে। অথচ সড়কের খানাখন্দ ও ভাঙা অংশের কারণে ভ্যান-ইজিবাইক চলাচলও অনেকটা বন্ধের পথে। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে সরকার দলীয় একজন ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হয়েছিল। ফলে মাত্র তিন বছরের মাথায় পুরো সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
রত্নপুর ইউনিয়নের বাসিন্দা ও ভ্যানচালক আব্দুল মালেক মিয়া বলেন, “সড়ক দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। পেছনে যাত্রী থাকলে মনে হয় এই বুঝি উল্টে পড়ব।” আরেকজন ইজিবাইক চালক সুমন আকন বলেন, “একদিকে খানাখন্দ, অন্যদিকে পানি জমে থাকে, আমরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলি।”
এদিকে, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান, "সড়কটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখা হবে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।"
জনগণের দাবি—যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ভোগ না হয়, তার জন্য সঠিক তদারকি ও টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারের কোটি টাকা ব্যয় জনগণের কাজে না এসে দুর্ভোগই বাড়াবে।
What's Your Reaction?






