নওগাঁর রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ জন
নওগাঁর রাণীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (৭ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ওই গ্রামের নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) এবং গিয়াস উদ্দীনের ছেলে মোতালেব হোসেন (৩৬) কে আটক করা হয়। তাদের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, একই রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) এবং পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের পূর্ববর্তী পরোয়ানা ছিল।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ