বৃষ্টিতে ডুবে যায় মহম্মদপুর খাদ্য গুদাম সড়ক

বৃষ্টি হলেই যেন পুকুরে রূপ নেয় মাগুরার মহম্মদপুর উপজেলার খাদ্য গুদাম সড়ক। পাঁচ শত মিটার দৈর্ঘ্যের এই পাকা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দ আর পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এলাকা। এর ফলে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
উপজেলা সদরের কৃষি ব্যাংকের সামনে থেকে শুরু করে সরকারি খাদ্য গুদামের গেট পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে দীর্ঘদিন ধরেই পিচঢালাই উঠে গেছে। সড়কটির পাশে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ১০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি খাদ্য গুদাম ও বাজার অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজারো মানুষকে এই সড়ক দিয়েই চলাচল করতে হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে থাকে হাঁটু সমান পানি। তখন পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। আবার বৃষ্টি না থাকলে ধুলাবালিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী বলেন, “বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়, মনে হয় একটা বড় পুকুর। তখন চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়ে।”
সড়কপাশের কসমেটিক ব্যবসায়ী নায়েব আলী বলেন, “সড়কের কারণে কাস্টমার আসতে চায় না। প্রতিদিন লোকসান গুনছি।”
ইজিবাইকচালক এরশাদ বলেন, “গাড়ি নিয়ে নামলে মনে হয় পুকুরে নামলাম। প্রায়ই ইজিবাইক উল্টে যায়। গাড়ি বিকল হয়।”
এই সড়কে যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থী জানান, ঝুঁকি নিয়েই তাদের প্রতিদিন স্কুলে যেতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন বলেন, “আমরা সড়কটির অবস্থা সম্পর্কে অবগত। প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার জানান, “এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
এলাকাবাসী বলেন, বর্ষার পুরোটা সময় যদি এমন অবস্থায় চলতে হয়, তাহলে জনদুর্ভোগ আরও বাড়বে। দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান তারা।
What's Your Reaction?






