আলীকদম থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) রবিবার (৬ জুলাই) আলীকদম থানার বার্ষিক পরিদর্শন করেছেন। সকাল ১১টায় তিনি থানায় পৌঁছালে সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপারের পক্ষ থেকে থানার সকল কর্মকর্তা ও ফোর্সের জন্য ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। এরপর এসআই মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত আলীকদম ৩১ বীর সেনা জোন পরিদর্শন করেন এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আলীকদমের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেনা জোনের স্টাফ অফিসার (অপস) মেজর হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।
সেনা জোন থেকে ফিরে পুলিশ সুপার থানার বিভিন্ন দপ্তর, সেরেস্তা ও রেজিস্টার পত্রাদি পরিদর্শন করেন। তিনি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পুলিশি কার্যক্রমে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিকেল ৩টায় থানার হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন এবং সঞ্চালনা করেন এসআই মোঃ শাহাদাত হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নুরুল ইসলাম।
এই সভায় অংশগ্রহণ করেন আলীকদম উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএনপি নেতা মনছুর আহমদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, এনসিপি নেতা আলী হায়দার রাব্বি, উপজেলা জামায়াত আমীর মাসুক এলাহী, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, শিক্ষক প্রতিনিধি আবু তাহের, বাজার সমিতি, টমটম মালিক সমিতি, বাস মালিক সমিতি, কাঁচামাল আড়তদারী সমিতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মীয় প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ।
বক্তারা আলীকদম উপজেলার শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পর্যটন গাড়ির ভাড়া নির্ধারণ, পর্যটন নীতিমালা কার্যকর, রাত্রিকালীন টহল জোরদার, সীমান্তে চেকপোস্টে পর্যটন রেজিস্ট্রেশন চালু এবং মাদকবিরোধী অভিযান বাড়ানোর দাবিও জানান।
সভায় পুলিশ সুপার জনগণের সহযোগিতা কামনা করে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আলীকদম থানা পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের নির্দেশ দেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই পরিদর্শন ও সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






