শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Aug 21, 2025 - 09:41
 0  1
শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে নির্মিত ‘শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ব্যবস্থার উন্নয়নে একটি ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সংকট নিরসনে দুটি বাসের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অনুরোধ জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি স্টেডিয়াম নির্মাণে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাস প্রদানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow