নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি ও জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে সক্রিয় থেকেছে। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। এ সময় বক্তারা দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
What's Your Reaction?






