চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলা-ভাঙচুর: প্রধান আসামী রবিউল গ্রেফতার

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 19, 2025 - 23:48
 0  0
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলা-ভাঙচুর: প্রধান আসামী রবিউল গ্রেফতার

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলা ও ভাঙচুর মামলার প্রধান আসামী মোঃ রবিউল (২১)কে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই থানার ওসি মোঃ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করা হয়েছে।”

ওসি জানান, গ্রেফতারকৃত আসামী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৯ নং ওয়ার্ডের বনগ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি আরও বলেন, “দুপুর ১ টার দিকে হাসপাতাল এলাকায় রবিউলকে ঘুরাঘুরি করতে দেখলে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করে পুলিশকে খবর দেন। আমরা পুলিশ ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করি।”

আসামীকে মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সন্ধ্যায় একদল যুবক লাটিসোটা নিয়ে হাসপাতালের গাড়ি ভাঙচুর করে এবং বাধা দিলে চারজন নিরাপত্তাকর্মীকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে। ইতিমধ্যে এই ঘটনায় আরও তিনজন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow