পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মৎস্যজীবী সমাবেশের উদ্যোগ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন এবং মৎস্যজীবীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি বাজারে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সমাবেশ। রবিবার (১১ মে) বিকেলে এই সমাবেশে বিএনপি ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাঁদের পরিকল্পনা তুলে ধরেন।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল এবং জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের উন্নয়নের জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং মৎস্যজীবীদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া, সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ মৎস্যজীবীদের জন্য বিনা সুদে ঋণ, মৎস্য উপকরণ সরবরাহ এবং মৎস্য পল্লী স্থাপনের মতো বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেন।
এদিনের এই সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






