বন্ধন ও আনন্দে পূর্ণ খোকসা-ভেড়ামারা প্রীতি ক্রিকেট ম্যাচ

কুষ্টিয়ার খোকসা ও ভেড়ামারা উপজেলায় রবিবার (১১ মে) বিকালে এক বিশেষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে দুটি ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে উত্তেজনা, হাসি-মজা এবং বন্ধনের এক অদ্বিতীয় পরিবেশ তৈরি হয়।
টুর্নামেন্টটি ছিল কেবল একটি খেলা নয়, বরং এটি একটি সামাজিক মিলনমেলা, যেখানে খেলাধুলার মাধ্যমে উভয় উপজেলায় মানুষের মধ্যে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ পরিবেশের বার্তা দেয়া হয়। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুনের উপস্থিতিতে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
ভেড়ামারা একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। খোকসা একাদশ ১৩ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করতে সক্ষম হলেও, আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভেড়ামারা একাদশকে ৭ উইকেটে বিজয়ী ঘোষণা করা হয়।
খেলাধুলায় যে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে বন্ধন তৈরি করা সম্ভব, তা একনাগাড়ে প্রমাণিত হয়েছে এই টুর্নামেন্টে। "খেলাধুলায় নেই দ্বন্দ্ব, আছে বন্ধন"—এমন একটি শক্তিশালী বার্তা দিয়ে সমাপ্তি হয় এই প্রীতি ম্যাচের।
What's Your Reaction?






