মসজিদের মোতাওয়াল্লী হতে ছোট ভাইকে মৃত দেখানোর অভিযোগে চরম ক্ষোভ

নিজের সহোদর ছোট ভাইকে মৃত দেখিয়ে মসজিদের মোতাওয়াল্লী হয়েছেন আপন বড়ভাই। এ ঘটনায় স্থানীয় মুসুল্লিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমন অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানার উত্তর মেদেনী মন্ডল এলাকার উত্তর মেদেনীমন্ডল মিনার মসজিদে।
জানা গেছে, পদ্মাসেতু টোলপ্লাজার সামনে অবস্থিত এই মসজিদটি দক্ষিণবঙ্গগামী মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখানে ওয়াক্তের নামাজসহ জুম্মার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসেন। তবে, ওয়াকফ স্টেটের নথি অনুযায়ী, মসজিদের মোতাওয়াল্লী হওয়ার ক্ষেত্রে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে।
ওয়াকফ স্টেট ইসি ১৮৪৫৩ নম্বর সূত্রে জানা যায়, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত এই মসজিদের মোতাওয়াল্লী হিসেবে সাইদুর রহমান লাট্টু দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ১৯৯৭ সালে জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত দেখিয়ে তার বড় ভাই মশিউর রহমান বাদল নিজেকে মোতাওয়াল্লী হিসেবে নিবন্ধিত করেন। এ ঘটনায় ক্ষুব্ধ সাইদুর রহমান লাট্টু গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জীবিত থাকার প্রত্যয়নপত্র সংগ্রহ করেন।
স্থানীয়রা জানান, মশিউর রহমান বাদল নারায়ণগঞ্জে বসবাস করলেও মসজিদের অর্থ ও সম্পত্তি এককভাবে নিয়ন্ত্রণ করছেন। মসজিদের দান ও ফান্ডের অর্থ তিনি কোথায় ব্যয় করছেন সে বিষয়ে কোনো জবাবদিহিতা করছেন না। এমনকি মসজিদ কমিটির সদস্যদের সঙ্গেও কোনো আলোচনা না করেই সব সিদ্ধান্ত নিচ্ছেন।
এ বিষয়ে সাইদুর রহমান লাট্টু বলেন, “আমার বড় ভাই মশিউর রহমান আমাকে মৃত দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে মসজিদের মোতাওয়াল্লী হয়েছেন। অথচ আমি জীবিত। আমি ওয়াকফ স্টেটের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি।”
এদিকে, মশিউর রহমান বাদলের কাছে এই বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। স্থানীয় মুসুল্লিরা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও যথাযথ তদন্ত দাবি করেছেন।
What's Your Reaction?






