নির্যাতিত পাঁচ বোনের কান্না – সম্পত্তি দখল ও নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলন

বাবা-মা মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে সংঘাত আর অত্যাচারের শিকার হয়েছেন পাঁচ বোন। তাদের দাবি, প্রভাবশালী দুই ভাই ক্ষমতার অপব্যবহার করে তাদের পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। এ ঘটনায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্যাতিত পাঁচ বোন।
সোমবার (১২ মে) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সেলিনা আক্তার, বেলি, শিউলি আক্তার, শিমু ও রিমু তাদের অভিযোগ তুলে ধরেন। তারা জানান, মধুখালী পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী ও তার ছোট ভাই সাবেক যুবলীগ নেতা ঝিলু তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, গত ৮ ফেব্রুয়ারি তাদের মা মারা যাওয়ার পর নূর নবী ও তার দলের লোকজন রাত ৩টার সময় তাদের ঘর থেকে বের করে দেয়। এরপর তারা সারারাত রাস্তায় কাটান। গত ৮ মে সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে গেলে তাদের কাছে থাকা দলিলপত্র ছিনিয়ে নেয় নূর নবীর লোকজন।
এ ঘটনায় মধুখালী থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো প্রতিকার পাননি তারা। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভগ্নিপতি আব্দুর রশিদ, মেজো ছেলে অভি আহমেদ, ভাগ্নি সাথীসহ পরিবারের অন্য সদস্যরা। এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
নির্যাতিত পাঁচ বোন তাদের ন্যায্য সম্পত্তি ফিরে পেতে ও জীবন রক্ষার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
What's Your Reaction?






